লালমনিরহাট প্রতিনিধি

  ১০ জুন, ২০১৮

গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

লালমনিরহাটের আদিতমারীতে মাদক, বাল্যবিয়ে ও জঙ্গীবাদসহ সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশকে সক্রিয় রাখতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।রোববার বিকেলে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের সচিব আজহারুল ইসলাম আতিক জানান, গ্রামীন অপরাধ দমনে গ্রাম পুলিশ অনেক বড় ভুমিকা পালন করে। আইন প্রয়োগকারী সংস্থা তথা ইউনিয়ন পরিষদকে অপরাধীদের তথ্য প্রদান করে থাকেন। সেই সাথে গ্রামবাসীর জরুরী বিপদে তারাই প্রথম ছুটে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মহিষখোচা ইউনিয়নটি তিস্তা নদীর তীরবর্তি হওয়ায় চরাঞ্চলের সঠিক তথ্য পেতে গ্রাম পুলিশদের সহায়তা নেয়া হয়। কিন্তু চরাঞ্চলে দ্রুত যাতায়তের জন্য তাদের নিজেদের কোন যানবাহন নেই। পায়ে হেঁটে ঘটনাস্থলে তথা রাতে গ্রাম টহল দেয়া কষ্টকর। এ জন্য চলতি অর্থ বছরে এডিপি বরাদ্ধের দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকার একটি প্রকল্প দেয়া হয় গ্রাম পুলিশকে অাধুনিকায়নে। এ প্রকল্পের আওতায় মহিষখোচা ইউনিয়নের ১০ জন গ্রাম পুলিশকে ১০টি বাইসাইকেল এবং বাকী এক লাখ টাকায় ৪০ জন কৃষক পরিবারের মাঝে একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও স্প্রে মিশিন বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মজমুল হক, ইউপি সদস্য ফারুক মিয়া, মতিউর রহমান মতি, আব্দুল মজিত হোসত ও আব্দুল মান্নান প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাইসাইকেল,বিতরণ,গ্রাম পুলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist