reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ডিসেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২৮ ডিসেম্বর। এ দিনে অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, তৈরি হয়েছে ইতিহাস; যা গুরুত্ব বহন করছে যুগ যুগ ধরে। সেই গুরুত্ব মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস

১৮৮৫ : মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়।

১৯০৮ : ইতালির সিসিলিতে ভয়াবহ ভূমিকম্পে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯৫৬ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।

২০২০ : মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি।

জন্ম

১৮৮৯ : স্যার এ এফ রহমান, শিক্ষাবিদ।

১৯১১ : ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৪১ : রিজিয়া রহমান, লেখক।

মৃত্যু

১৯২৭ : হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।

১৯৮৩ : ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার।

১৯৮৭ : হ্যাপী আখন্দ, বাংলাদেশি পপ রক গায়ক।

১৯৯৩ : আবদুুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৯৮ : ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close