reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১৬ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে সমৃদ্ধ হয় মানবসভ্যতা। নানা ঘটনাপ্রবাহে তৈরি হয় ইতিহাস। উন্মোচন হয় নতুন দিগন্তের। এসব বিষয় নিয়েই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। দিনটি আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে পালন করা হয়। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৩৮০ : ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।

১৮০১ : নিউইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশ।

১৮৬৯ : পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।

১৯০৫ : আশতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন’ স্থাপন।

১৯৪৬ : বিশ্বে প্রথম কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।

১৯৯৩ : জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে অচলাবস্থার অবসান ঘটে।

জন্ম :

১৮৯০ : হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক ভেষজবিজ্ঞানী ও চিকিৎসক।

১৮৯৫ : চৌধুরী রহমত আলি, পাকিস্তান শব্দের প্রবক্তা।

১৮৯৬ : রনদা প্রসাদ সাহা, সমাজসেবক ও দানবীর।

১৯১৪ : কমল কুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী।

১৯৩০ : মিহির সেন, ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

১৯৪৫ : নরেন বিশ্বাস, গবেষক ও লেখক।

মৃত্যু :

১৮১২ : জন ওয়ালটার, ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা।

১৯৯৬ : মাসুদ করিম, বাংলাদেশি গীতিকার।

২০১২ : সুভাষ দত্ত, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close