reporterঅনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

১ নভেম্বর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৭৯৪ : ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে মাসিক পত্রিকা প্রকাশনা শুরু হয়।

১৮২১ : পানামার ভূখ- স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সঙ্গে যুক্ত হয়।

১৮৫৮ : ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।

১৮৬৪ : প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

১৮৮০ : কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

১৯৪৪ : আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা গঠন।

১৯৫২ : যুক্তরাষ্ট্র সর্বপ্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়।

১৯৫৬ : বাংলা ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূমের একটা অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৯২ : বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস শান্তিডাঙ্গাতে উদ্বোধন করা হয়।

২০০৭ : বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ হতে আলাদা করা হয়।

জন্ম :

১৯২৬ : আবু ইসহাক, বাংলাদেশি সাহিত্যিক।

১৯৩২ : এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৪৫ : আবু সাইয়িদ, বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী।

১৯৪৯ : মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।

মৃত্যু :

১৮৭৩ : দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার।

১৯৫০ : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।

১৯৫৫ : রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণ কাহিনী লেখক।

১৯৮৪ : নিবারণ পণ্ডিত, গণসংগীত রচয়িতা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close