reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

২৫ সেপ্টেম্বর। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। এক নজরে দেখে নিন এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন। তথ্য নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে।

ইতিহাস :

১৩৪০ : ইংল্যান্ড-ফ্রান্সের নিরস্ত্রীকরণ চুক্তি।

১৩৯৬ : দানিউব নদীর তীরে নিকোপোলিসের যুদ্ধ।

১৪৯৩ : ক্রিস্টোফার কলম্বাসের ১৭টি জাহাজ নিয়ে দ্বিতীয়বার সমুদ্রযাত্রা।

১৫২৪ : ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে শেষবার ভারতে আসেন।

১৬৩৯ : আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপন।

১৮০৪ : মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত।

১৮৯৭ : প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু।

১৯১২ : কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতক চালু।

১৯৬৯ : ওআইসি-চার্টার স্বাক্ষর।

১৯৭২ : বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।

১৯৭৪ : জাতিসংঘের ২৯তম অধিবেশনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।

১৯৭৭ : শিকাগো মেরাথন দৌড়ে প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।

২০০৩ : জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল।

জন্ম :

১৬৪৪ : ওলে রয়মা, ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী।

১৮৬৬ : টমাস হান্ট মরগান, মার্কিন বংশগতিবিদ ও ভ্রƒণতত্ত্ববিদ।

১৮৯৭ : নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক উইলিয়াম ফকনার।

১৯২০ : সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী।

১৯২৫ : স্যামসন এইচ চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পপতি।

১৯৩৩ : সত্য বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা।

১৯৩৯ : ফিরোজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৫০ : জাফর ইকবাল, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।

মৃত্যু :

১৬৮০ : ইংরেজ ব্যঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯৫৩ : জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।

১৯৬২ : চট্টগ্রামে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেক ইঞ্জিনিয়ার।

২০০১ : সমর দাস, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।

এই দিনটি ওআইসি প্রতিষ্ঠা ও বিশ্ব ফার্মাসিস্ট দিবস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাসের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close