reporterঅনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর, ২০২১

গরুর চিকিৎসায় চালু হলো অ্যাম্বুলেন্স সেবা! 

সম্প্রতি গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। ছবি: সংগৃহীত

গরুর জন্য অ্যাম্বুলেন্স? কে শুনেছে এমন আজগুবি কথা! কিন্তু আজগুবি এই ব্যাপারটাই সত্যি করে দেখালো ভারতের উত্তরপ্রদেশ সরকার। তারা সম্প্রতি গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। রবিবার ( ১৪ নভেম্বর ) ডেয়ারি উন্নয়ন, পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধরি এ কথা জানিয়েছেন।

বলা হচ্ছে , অসুস্থ হওয়া গরুদের দ্রুত চিকিৎসা করানোর লক্ষ্যেই এই পরিষেবা শুরু হবে যোগীরাজ্যে। মন্ত্রী জানিয়েছেন, গরুর জন্য এই ধরনের পরিষেবা ‘দেশে এই প্রথম’! অভিনব এই অ্যাম্বুলেন্স পরিষেবা আগামী ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে। ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাবেন পশু খামারিরা।

এজন্য ইতোমধ্যেই ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে বলে জানিয়েছেন লক্ষ্মী নারায়ণ। তিনি বলেছেন, ‘‘পরিষেবার জন্য জরুরিকালীন নম্বর ১১২ তে ফোন করতে হবে। অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসার জন্যই এই ব্যবস্থা।’’

তাছাড়া গরুর চিকিৎসার পাশাপাশি প্রজনন নিয়েও চিন্তিত উত্তরপ্রদেশের বিজেপি সরকার। গুণগত মানের বীর্য এবং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির মাধ্যমে গরুর প্রজননকে আরও উন্নত করতে চায় তারা। সে জন্যও একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যোগী সরকারের তরফে। সূত্র: আনন্দবাজার

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,গরু,অ্যাম্বুলেন্স
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close