reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০১৮

ডাস্টবিনে পাওয়া সোনার বার!

দক্ষিণ কোরিয়ার একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজের সময় একটি ময়লার বাক্সে যা পেয়েছেন তা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে দেশটির গণমাধ্যমে। সাত সাতটি সোনার বার পেয়ে প্রায় তারকা হয়ে গেছেন তিনি। একই সাথে পাল্টে যাবে তার জীবনও— এমন আলোচনাও চলছে তাকে ঘিরে।

মূলত, বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী তিনি। সেখানেই একটি ময়লা ফেলার বাক্সে তিনি সাতটি সোনার বার পান তিনি, যারা বাজার মূল্য প্রায় তিন লাখ ৩০ হাজার ডলার। বারগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি। এগুলো পত্রিকা দিয়ে মোড়ানো ছিল। পুলিশের সন্দেহ, ধরা পড়ার ভয়ে কেউ এগুলো ফেলে চলে গেছে।

তবে এ মুহূর্তে এসব সোনার বারকে ঘিরে কোনো ধরনের অপরাধী বা অপরাধের যোগসূত্র নেই। আর কাউকে যদি মালিক হিসেবে না পাওয়া যায়, তাহলে নিয়মানুযায়ী ওই পরিচ্ছন্নতাকর্মী নিজেই এগুলোর মালিকানা দাবি করতে পারবেন। দেশটিতে এ ধরনের খুঁজে পাওয়া দ্রব্যের মালিকানা-সংক্রান্ত একটি আইন আছে। সেই আইন অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে কেউ সোনার বারগুলোর মালিকানা দাবি না করলে ওই পরিচ্ছন্নতাকর্মীই এর মালিক হতে পারবেন।

যদিও দা কোরিয়া টাইমস পত্রিকা বলছে, মালিক হওয়ার পর তিনি সোনার মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাবী করতে পারবেন, যা সর্বোচ্চ হবে ৬৫ হাজার ডলার পর্যন্ত। তবে এটিও পরিষ্কার নয় যে বাকি অর্থের মালিকানা কে পাবে, সরকার নাকি পুলিশ। কিন্তু পরিমাণ যাই হোক, যেভাবে সোনার বারগুলো পাওয়া গেছে তাতে অনেকটাই নিশ্চিত যে প্রাপ্ত অর্থমূল্যে পাল্টে যাবে ওই পরিচ্ছন্নতাকর্মীর জীবন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,ডাস্টবিনে বার,দক্ষিণ কোরিয়া,পরিচ্ছন্নতাকর্মী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist