নিজস্ব প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০১৮

ডিএসইর বাজার মূলধন কমেছে ১৫ হাজার কোটি টাকা

সূচকের মিশ্রাবস্থায় পুঁজিবাজারে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। তবে গত ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১৫ হাজার কোটি টাকা। এ সময়ে কোনো কোনো কোম্পানির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি কমেছে।গত ৪ বছরেও বাজারে এ ধরনের টানা দরপতন দেখা যায়নি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক অস্থিরতার গুজব রয়েছে। এ গুজব থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এর প্রভাব পড়েছে দুই পুঁজিবাজারে। এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থাগুলো বৈঠক করে বাজার স্থিতিশীল রাখার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মীর্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাজারে আতঙ্ক রয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি মামলার রায় কী হবে। ধারণা করা যায়, বিনিয়োগকারীদের বিবেচনা হলো ওই রায়ে বড় কিছু হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। শান্তি বিনষ্ট হতে পারে ইত্যাদি।

তিনি বলেন, তবে এটা বিনিয়োগকারীদের ‘অহেতুক আশঙ্কা’। এই আতঙ্কের অযৌক্তিকতা নেই। কারণ ওই দিন কোনো কিছু হলেও বর্তমান বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কোনো কারণ নেই। তাছাড়া এর আগে মুদ্রানীতিতে নেতিবাচক কিছু আসার আশঙ্কা ছিল। তবে সেটা কেটে গেছে। কারণ মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এ বিষয়টি শেয়ারবাজারের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিদিনের সংবাদকে বলেন, সূচকের পতনের যৌক্তিক কোনো কারণ নেই। তবে আগামী ৮ ফেব্রুয়ারি মামলার যে রায় হবে সেটা নিয়ে কেউ কেউ ‘উসিলা বা অজুহাত’ হিসাবে দাঁড় করাতে পারেন। কারণ নতুন মুদ্রানীতি নিয়ে যে আশঙ্কা ছিল; সেটা কেটে গেছে বলে মনে করেন তিনি।

সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৪৪০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৫ কোটি ৫১ লাখ টাকা বেশি। গত রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে। অন্যদিকে গতকাল সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১৫৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

গতকাল লেনদেন শুরুর পর সূচক সামান্য বাড়লেও পরে দ্রুত পড়তে থাকে। সকাল ১০টা ৫২ মিনিটে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ। সোয়া ১১টার দিকে আবার খানিকটা বেড়ে ফের সূচক কমতে শুরু করে। এ অবস্থা চলে পৌন ১২টা পর্যন্ত। এরপর ওঠানামার মধ্য দিয়ে ৬ হাজার ৮৬৯ পয়েন্টে লেনদেন শেষ হয়। এ পতন আগের দিনের তুলনায় কম হলেও গত পাঁচ দিনের টানা দরপতনে সূচক পৌঁছে গেছে গত বছরের আগস্টের পর্যায়ে। গত বছর ২৩ অগাস্ট এ বাজারের প্রধান সূচক ছিল ৫ হাজার ৮৫৫ পয়েন্টের ঘরে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিএসই,পুঁজিবাজার,বাজার মূলধন,ঢাকা স্টক এক্সচেঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist