নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৭

গ্রামীণ ব্যাংকের মুনাফা বাড়ছে, কমেছে সুদহার

গ্রামীণ ব্যাংক সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক মুনাফা অর্জন করেছে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে দেয়া ঋণের সুদের হারও কমানো হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দরিদ্র জনগোষ্ঠীর জন্য গঠিত এই ব্যাংকটি ১০ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। যদিও ব্যাংকটি ২০১৬ সালে মোট ১৩৯ কোটি টাকা মুনাফা করেছে।

দেশের ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংক-এর সুদের হার সবচেয়ে কম উল্লেখ করে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ বলেন, ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির বেঁধে দেয়া ঋণের সুদের হার সর্বোচ্চ ২৭ শতাংশ হলেও আমরা বর্তমানে সর্বোচ্চ ২০ শতাংশ সুদ নিচ্ছি’। তিনি বলেন, পাশাপাশি সুদের এই হার বিভিন্ন ক্ষেত্রেও কম। উদাহরণ স্বরূপ, শিক্ষা ঋণের সুদ পাঁচ শতাংশ এবং গৃহনির্মাণ ঋণের সুদ আট শতাংশ।

রতন কুমার নাগ বলেন, ‘এছাড়াও, ভিক্ষুকদের পুনর্বাসন এবং একটি সুন্দর জীবনের লক্ষ্যে যারা সংগ্রাম করছেন তাদেরকে সুদবিহিন ঋন দিচ্ছে গ্রামীণ ব্যাংক।’ তিনি আরো বলেন, শুধুমাত্র সুদের হার কমানোই নয়, অধিকসংখ্যক মানুষকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে নতুন নতুন খাতে ঋণদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist