নিজস্ব প্রতিবেদক

  ২২ জুন, ২০১৭

লাইসেন্স পেল দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন

বেসরকারি খাতে সিরাজগঞ্জ ইকোনমিক জোনকে প্রি-কোয়ালিফিকেশন (প্রাক-যোগ্যতা) লাইন্সেস দেওয়া হয়েছে। বেসরকারি খাতে এটি হবে দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন। গত মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসান ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত অনুষ্ঠানে এ লাইন্সেস প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের উদ্যোক্তারা তাদের পূর্ব ব্যবসার সুনাম অক্ষুন্ন রেখে ইকোনমিক জোন সফল ভাবে বাস্তবায়নে সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এ বিশাল পরিমাণ জমি অধিগ্রহণ বেসরকারি খাতের জন্য বাংলাদেশে এটিই প্রথম। সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড সফল হলে সরকার বেসরকারি খাতের জন্য এ ধরনের আর্ও উদ্দ্যোগ গ্রহণে চিন্তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস বলেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডকে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে; যাতে বিনিয়োগাকারীদের বিনিয়োগে আকৃষ্ট হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড ও বিজিএমইএ-এর ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist