নিজস্ব প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০১৭

চুরি হওয়া রিজার্ভের অর্থ অবশ্যই ফেরত পাওয়া যাবে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ অবশ্যই ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে রিজার্ভ চুরি সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে (রিভাইজড) দেখা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া, সামনেও এটা চলবে।’ বাংলাদেশ ব্যাংক ভবনে আগুনের প্রতিবেদন দিয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার বিষয় নয়, আমার দেখার বিষয়ও নয়।’

টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কেউ অসহযোগিতা করছে কিনা-প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কেউ অসহযোগিতা করছে না। এমনকি ফিলিপাইনও আমাদের সহায়তা করছে।’

গত বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২০ মিলিয়ন ডলার উদ্ধার হলেও ফিলিপাইনে যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারের বিষয়ে সংশয় তৈরি হয়। আর্থিক খাতের এতো বড় দুর্ঘটনার এক মাস পার হওয়ার পরও বিষয়টি অজানা ছিল অর্থমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতনদের কাছে। আর সে ঘটনার জের ধরেই পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist