reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৪

ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং কনফারেন্স

ব্র্যাক ব্যাংক সম্প্রতি বার্ষিক হোলসেল ব্যাংকিং কনফারেন্স-২০২৪ আয়োজন করেছে। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল করপোরেট গ্রাহকদের আরো উন্নত সেবা দেওয়ার কৌশল অন্বেষণ ও পরিকল্পনা প্রণয়ন। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং করপোরেট ব্যাংকিং ও ট্রেজারি ডিভিশনের সহকর্মীরা কনফারেন্সে অংশ নেন। এছাড়া এখানে ব্যাংকের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণে সম্ভাব্য কৌশল প্রণয়ন এবং তা নিয়ে আলোচনা করা হয়। ২১ জানুয়ারি কক্সবাজারের সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টে এ কনফারেন্স আয়োজন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ অংশগ্রহণমূলক আলোচনায় নেতৃত্ব দেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন গ্রাহককেন্দ্রিক কৌশল ও পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close