reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২৪

এফডিসিবির ‘খাদি : ফিউচার ফেব্রিক শো’

বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিল (এফডিসিবি) ‘খাদি উৎসব ২০২৪’ আয়োজন করতে যাচ্ছে। এই উৎসব বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস। উৎসবের এবারের প্রতিপাদ্য ‘খাদি : দ্য ফিউচার ফেব্রিক শো’। এই উৎসবটি ১৯ ও ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। দুদিনব্যাপী আয়োজিত এই ফ্যাশন শো শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। খাদি উৎসব উদযাপনে এই আয়োজনটি প্রতিশ্রুতিবদ্ধ, এর নিরন্তর চাহিদা পরিবেশবান্ধব ফ্যাশনের ভবিষ্যত গঠনের সম্ভাবনা সৃষ্টি করে। এই আয়োজনের টাইটেল স্পন্সর ‘মায়া’, পাওয়ার্ড বাই বিজিএমইএ, কো-স্পন্সর এইচএসবিসি, বার্জার, রূপায়ণ গ্রুপ এবং বাই হিয়ার নাউ।

উৎসবে থাকছে ফ্যাশন ফিউশন রানওয়ে শো। এই শোতে শীর্ষ ডিজাইনাররা তাদের খাদি-অনুপ্রাণিত সংগ্রহ উপস্থাপন করবেন। আধুনিক ও পরিবেশ-সচেতন ভোক্তাদের সামনে খাদিকে তুলে ধরার এই প্রয়াসে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close