reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০২০

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক শামছুল আলম

মো. শামছুল আলম অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখায় যোগ দেন। এর আগে তিনি একই শাখায় উপমহাব্যবস্থাপক/শাখাপ্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। এই ব্যাংকে যোগদানের পর থেকে দীর্ঘ চাকরিজীবনের ২৭ বছর তিনি বিভিন্ন শাখা ও করপোরেট শাখাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যাংকিং প্রশিক্ষণ বিষয়ে দেশে বিভিন্ন ওয়াকর্শপ, সেমিনারে অংশ নেন। এ ছাড়া তিনি বিদেশে ফিলিপাইন, মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৯ এবং ২০২০-এর জুন পর্যন্ত ব্যাংকের সব শাখার মধ্যে মুনাফা অর্জনে প্রথম স্থান অর্জন করেছেন। তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) ও ১৯৯০ সালে এমকমে (ব্যাংকিং) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জামালপুর জেলার, জামালপুর সদর উপজেলার রুহিনী গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close