নিজস্ব প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০১৯

মেলার পঞ্চম দিনে ৩১১ কোটি টাকা রাজস্ব আয়

আয়কর মেলার পঞ্চম দিনে ২ লাখ ৯০ হাজার ৮৩০ জন করদাতা সেবা গ্রহণ করার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১ লাখ ৬ হাজার ২০০। আর পঞ্চম দিনে কর সংগ্রহ হয়েছে ৩১১ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৮৭৪ টাকা। এদিকে, পাঁচ দিনে মেলায় মোট আয়কর সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৮ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা। পঞ্চম দিন ৮টি বিভাগীয় শহর ও ৫৬ জেলা শহর মিলে সারা দেশে মোট ৬৪টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মেলা চলে। পুরো সময়জুড়ে করদাতা ও সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ, বিশেষ করে তরুণ ও নারী করদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরী, ড. জাকির আহমেদ খান, ড. আবদুল মজিদ, ড. নাসির উদ্দিন এবং মো. গোলাম হোসেন ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close