নিজস্ব প্রতিবেদক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

ডিএসইর বেড়েছে রাজস্ব আদায়

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানুয়ারিতে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ টাকা। যার পরিমাণ ডিসেম্বরে ছিল ১৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা বা ১২৬ শতাংশ।

জানুয়ারিতে আদায় হওয়া রাজস্বের মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ৩৪ লাখ টাকা আদায় হয়েছে। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন থেকে রাজস্ব আদায় ১৩ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে। এদিকে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৫ কোটি ৭২ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close