নিজস্ব প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

‘এ’ ক্যাটাগরিতে আমান কটন ও কুইন সাউথ

‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো আমান কটন ফাইবার্স লিমিটেড ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজের ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে ওই সিকিউরিটিজ ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জানিয়েছে। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই ঋণ দেওয়া যাবে না।

আমান কটন ফাইবার্স : কোম্পানিটি ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হলো। ‘এ’ ক্যাটাগরির অধীনে সোমবার থেকে শুরু হয়েছে কোম্পানিটির শেয়ার লেনদেন।

ডিএসইতে শেয়ারদর শূন্য দশমিক ২৪ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪২ টাকা ৫০ পয়সা।

কুইন সাউথ টেক্সটাইল : কোম্পানিটি ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। তাই ‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো। ‘এ’ ক্যাটেগরির অধীনে সোমবার থেকে শুরু হবে কোম্পানিটির শেয়ার লেনদেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close