নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষা যাচাই

দুই দিনের বৈঠক শুরু বাংলাদেশ ও চীনের

মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সমীক্ষা যাচাইয়ের জন্য দুই দিনের বৈঠক শুরু করেছেন বাংলাদেশ ও চীনের কর্মকর্তারা। চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, দুই দেশের মধ্যে এফটিএ-বিষয়ক প্রথম এই বৈঠকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে মুক্তবাণিজ্যের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম।

জানা যায়, দুই দেশের মধ্যে বর্তমানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীন থেকে বাংলাদেশ বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। বিপরীতে বাংলাদেশ চীনে রফতানি করে বছরে মাত্র এক বিলিয়ন ডলারের পণ্য। এ ছাড়া এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (এপিটিএ) আওতায় ২০১০ সাল থেকে চীনের বাজারে চার হাজার ৮৮৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ২০১৫ সালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দেশটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৬ সালের অক্টোবরে ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে এফটিএ বাস্তবায়নের লক্ষ্যে একটি যৌথ সমীক্ষা যাচাই গ্রুপ গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী, দুই দেশ গ্রুপ গঠন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist