নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

মে মাসে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

মে মাসে রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১৪৮ কোটি ২৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা একক মাস হিসেবে গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করেই রেমিট্যান্সের এই প্রবাহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক রফতানি ও টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি এবং আসন্ন ঈদের ভূমিকার কারণে রেমিট্যান্স বেড়েছে। এবারের রোজার ঈদে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ২৬০ মিলিয়ন ডলার। এতে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ। এবারের রোজার ঈদে জনতা ব্যাংকের মাধ্যমে ৫৫ দশমিক ০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত রোজার ঈদে ছিল ৪৪ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। এতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশ। এবারের ঈদে উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে। গত ১ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৮ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ৭০ দশমিক ৪৫ মিলিয়ন ডলার। সে হিসাবে ঈদে রেমিট্যান্সের প্রবৃদ্ধি প্রায় ২৬ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist