নিজস্ব প্রতিবেদক

  ২৮ মে, ২০১৮

কৃষি খাতের উন্নয়নে ডিসিসিআইয়ের হেল্প ডেস্ক

কৃষি খাতের সার্বিক উন্নয়ন এবং এ খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহায়তা প্রদানে হেল্প ডেস্ক চালু করেছে ডিসিসিআই। ইউএসএআইডির এগ্রিকালচার ভ্যালু চেইনস প্রকল্পের সহযোগিতায় গতকাল ঢাকা চেম্বার ভবনে এ হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। ডিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি কামরুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিসিসিআই এগ্রো সার্ভিস ডেস্ক হতে গ্লোবাল গ্যাপের সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, কৃষক ও কৃষি খাতের উদ্যোক্তাদের কৃষি পণ্যের বহুমুখীকরণ, গ্লোবাল গ্যাপ সম্পর্কিত তথ্য, প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাজার সম্প্রসারণে সার্বিক সহায়তা দেওয়া হবে। ডিসিসিআই গ্লোবাল গ্যাপের স্থানীয় অংশীদার বলেও জানান তিনি। কামরুল ইসলাম বলেন, জিডিপিতে কৃষি খাতের প্রায় ১৪ দশমিক ৭৫ শতাংশ এবং প্রায় ২৪ দশমিক ৫ মিলিয়ন লোকের কর্মসংস্থান কৃষি খাতে সম্পৃক্ত। ২০১৬-১৭ অর্থবছরে ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য রফতানি হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের বাজারে কৃষি পণ্য রফতানির ক্ষেত্রে ‘গুড এগ্রিকালচার প্র্যাকটিস (গ্লোবাল গ্যাপ)’ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা গ্লোবাল গ্যাপের মাধ্যমে বিশেষ করে খাদ্য পণ্যের গুণগত মান এবং কৃষক ও রফতানিকারকদের নতুন বাজার খুঁজে বের করার বিষয়গুলোকে নিশ্চিত করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist