নিজস্ব প্রতিবেদক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

পুঁজিবাজারে টানা দরপতন

পুঁজিবাজারে একটানা দরপতন হচ্ছে গত সাত কর্মদিবস ধরে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতার কারণেই দরপতন হচ্ছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৫ হাজার ৭৭৪ পয়েন্টে নেমে এসেছে। যা সাত কর্মদিবস আগে ছিল ৬ হাজার ১০২ পয়েন্ট। অর্থাৎ এ আট কর্মদিবসের ব্যবধানে সূচক কমেছে ৩২৮ পয়েন্ট বা ৫ দশমিক ৩৭ শতাংশ। সূচক কমার পাশাপাশি লেনদেনও নেমে এসেছে তিনশ কোটি টাকার ঘরে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আস্থাহীনতার কারণেই বাজারে দরপতন হচ্ছে। এ আস্থাহীনতার পেছনে রয়েছে, যথাযথ বিচার বিশ্লেষণ না করে বাংলাদেশ ব্যাংকের নীতিগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তারল্য সংকট। এ অবস্থায় বড় বিনিয়োগকারীরা এগিয়ে না এলে বাজারে আস্থা ফিরবে না। তবে একবার বাজার ঘুরে দাঁড়ালেই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করবে বলে মনে করছেন তারা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সাধারণত বড় ভূমিকা রাখে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। এবার আইসিবিও বড় ভূমিকা রাখতে পারছে না। ফলে বাজারের সূচক অব্যাহতভাবে পড়ে যাচ্ছে। এ অবস্থায় বাজার ঘুরে দাঁড়ানো শুরু করলে অনেকেই বিনিয়োগ বাড়াবেন। তবে এ অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে। ভালো কোম্পানির শেয়ার পোর্টফোলিওতে থাকলে তা নিয়ে অপেক্ষা করলে লোকসান হবে না।

এদিকে তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে নেমে এসেছে। যা গত সাত মাসের মধ্যে সর্বনি¤œ। এর আগে ২০১৭ সালের ২৩ জুলাই ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৭৭৫ পয়েন্ট। গতকাল ডিএসইতে ৩৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৩৩ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৪ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৩ পয়েন্ট কমে ১৭ হাজার ৮৪৪ পয়েন্টে নেমে এসেছে।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল বাজারে দরপতনের ক্ষেত্রে বেশি প্রভাব রেখেছে আর্থিক খাতের কোম্পানিগুলো। গতকাল বাজারে সাধারণ বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে গড়ে প্রায় ২ শতাংশ। এছাড়া ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলো শেয়ারের দাম কমেছে গড়ে দেড় শতাংশ। ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে গড়ে ১ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া প্রকৌশল খাতের কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে গড়ে ১ দশমিক ২০ শতাংশ। বাজারে লেনদেনের ক্ষেত্রেও শীর্ষে ছিল প্রকৌশল খাত। এ খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ৫২ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৫ শতাংশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist