নিজস্ব প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ৭১ শতাংশ

বছর ব্যবধানে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ৭১ শতাংশ। গতকাল শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শামসুল ইসলাম এই তথ্য জানান। মোহাম্মাদ শামসুল ইসলাম জানান, ২০১৭ সালে অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ কোটি টাকায়। অথচ ২০১৬ সালে এর পরিমাণ ছিল ৫৫৫ কোটি টাকা। তিনি জানান, আলোচ্য বছরে ব্যাংকটির বেশিরভাগ শাখাই পরিচালন মুনাফার মুখ দেখেছে। তবে ব্যাংকটির ৯৪১টি শাখার মধ্যে মাত্র ৪৩টি শাখা লোকসান গুনেছে উল্লিখিত বছরে। এছাড়া ২০১৭ সালে ব্যাংকটিতে মোট সঞ্চয়ী আমানতের পরিমাণও বেড়েছে। শামসুল ইসলামের দেওয়া তথ্য বছরে, ২০১৬ সালের তুলনায় ব্যাংকটির সঞ্চয়ী আমানতের পরিমাণ বেড়েছে প্রায় সাত শতাংশ। ২০১৬ সালে অগ্রণী ব্যাংকের সঞ্চয়ী আমানতের পরিমাণ ছিল ৪৯ হাজার ৪০৫ কোটি টাকা।

আর ২০১৭ সালে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৩ হাজার ৫৩ কোটি টাকায়। এদিকে আলোচ্য সময়ে ব্যাকংটির আমানতের তুলনায় ঋণও (ঋণ-আমানত অনুপাত বা এডিআরও) বেড়েছে। ২০১৭ সালে ব্যাংকটির এডিআর ছিল ৬০ শতাংশ আর ২০১৬ সালে ছিল ৫৪ শতাংশ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমানসহ ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্য কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist