নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০১৮

রাজধানীতে সবজি মেলা শুরু

‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য-অর্থ আসে’ প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী সবজি মেলা। গতকাল রোববার বেলা ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে মেলার উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে কেআইবি অডিটরিয়ামে ‘পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে বছরব্যাপী নিরাপদ সবজি চাষ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী ঢাকা শহরের বাসিন্দাদের ছাদে সবজি চাষের আহ্বান জানিয়ে বলেন, ‘ছাদে সবজি চাষ করলে বায়ুমন্ডল অনেকটা পরিশোধিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist