তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৯ জুন, ২০২২

কমন চার্জার পোর্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

মাইক্রোইউএসবি-এর জনপ্রিয়তার সময় থেকেই সব স্মার্টফোন ও পোর্টেবল ইলেকট্রনিকস ডিভাইসের জন্য একটি কমন চার্জার পোর্ট আনার বিষয়ে চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে অধিকাংশ ইলেকট্রনিকস ডিভাইস নির্মাতা ইউএসবি-সি পোর্টে স্থির হলেও, অ্যাপল রয়েছে নিজস্ব গতিতে। অনেক বছর ধরেই কমন পোর্টের বিপক্ষে লড়ছে অ্যাপল, তবে সেই যুদ্ধ শেষ হতে চলছে। সম্প্রতি রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিনিধিরা কমন চার্জার পোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। সূত্র বলছে, স্মার্টফোন, ট্যাবলেট এবং ওয়্যারলেস হেডফোনের চার্জিংয়ের জন্য ইউএসবি-সি পোর্ট বাধ্যতামূলক করা হবে। এখানে ডিভাইসের পোর্টের কথা বলা হয়েছে। তবে ইউএসবি-সি সমর্থিত চার্জারের বিষয়ে বাধ্যবাধকতা নাও থাকতে পারে।

এখনো কিছু ডিভাইস সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি সংশ্লিষ্টরা। কিছু কিছু আইনপ্রণেতা ল্যাপটপের ক্ষেত্রেও এমন বাধ্যবাধকতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ইতোমধ্যেই অনেক ল্যাপটপে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা হচ্ছে, তবে অধিকাংশ ব্যারেল প্লাগ ব্যবহার করে। এই প্রস্তাব গৃহীত হলে বিপক্ষে কিছু কোম্পানি তো থাকবেই বলে ধারণা করা হচ্ছে।

আগামীতে ওয়্যারলেস চার্জিংয়ের বিষয়ে মানদণ্ড নির্ধারণ হতে পারে। ২০২৫ সাল নাগাদ ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। যদিও কারিগরি কারণে কিছু দেশ ও ইউরোপীয় কমিশন আরো দীর্ঘ সময় দেওয়ার কথা জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close