reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

রোখসানা ইয়াসমিন মণি

ভ্রম-বিভ্রম

শুধু আমি আর তুই-

শীত শেষ হওয়ার আগেই,

চলে যাব বিদেশবিভূঁই,

ধর, এমন যদি হয়-

এই জনপদে ফেরা হলো না

তখন,জীবন কি পাবে বল

করতে প্রতারণা?

পৃথিবীর কারা-ভূমে

মিথ্যেরা গেল চুমে

অথচ,নিকট বুকের

ঘরদুয়ার খোলা হলো না।

আমরা পরাজিত-

তবুও আছি তো

বহু আঘাত বিভ্রমে...

এত যে শূন্য লাগে

পাওয়ার বাসনা জাগে,

আজও স্নেহরা মরেনি-

দেখ্ মিথ্যে ভ্রমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close