reporterঅনলাইন ডেস্ক
  ০৫ মে, ২০২৪

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী

পুড়ে যাওয়া বন ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে আছে। চারপাশে তীব্র তাপ। শনিবার সন্ধ্যায় আমোরবুনিয়ার লতিফের ছিলা এলাকার ছবি

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ কাজ করছে নৌবাহিনী।

রবিবার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ এ তথ্য জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌবাহিনী,সুন্দরবনে আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close