reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

দিলীপ কির্ত্তুনিয়া

তুমি আছো, আমি আছি

এই পৃথিবীতে তুমি আছো... আমি আছি

সকলেই আছি।

জীবনের আশ্রয়ে তুমি আছো... আমি আছি

সকলেই আছি।

স্বপ্নের সন্নিধানে তুমি আছো... আমি আছি

সকলেই আছি।

পথ বেয়ে তুমি ছোট... আমি ছুটি

সকলেই ছুটি।

সংসার সত্যি নয়... তবু তুমি করো...

আমি করি... সকলেই করি ।

মরে যেতে হবে এই কথাটি

পাকা কথাটি

তুমি জানো... আমি জানি

সকলেই জানি ।

তবু ভুলে বসে আছি

তুমি আছো... আমি আছি

সকলেই আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close