reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২৪

রওশন রুবী

কী হয় দেখা না হলে 

কী হয় দেখা না হলে 

ভাবনার কুয়াশা জমে বিশ্বাসের ঘরে, 

যন্ত্রণার হায়েনা তপ্ত হয়ে ওঠে, 

সম্পর্কের আকাশ মেঘে ঢেকে যায়।

কী হয় কথা না হলে

লক্ষ কোটি ফুল নীল হয় বিষে, 

দীর্ঘশ্বাস কপাট খুলে হারিয়ে যায়

হাজারো বেদনার দেশে, 

পৃথিবীর সময় সংগোপনে 

বন্ধ করে দেয় ঘড়ির কাঁটা।

আর শুধু সব ছুঁয়ে একটি মানুষ 

পিড়িত হয় অসুখের ক্ষতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close