কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৩ মে, ২০২৪

কুয়াকাটা সৈকতে মৃত ইরাবতী ডলফিন

ছবি: প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ৪ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর অধিকাংশ চামড়া উঠানো রয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকার পশ্চিমে বোলোক পয়েন্ট ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বিকেলে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে ট্যুর গাইড সদস্য আ. জলিল দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা মাধ্যমে জানতে পানি এটি দুপুরের জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে আমাদের কমিটির দল প্রধানকে জানাই।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রানীগুলো মারা যাচ্ছে। ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দল প্রধান রুমান ইমতিয়াজ তুষার বলেন, বনবিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি। উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাই এভাবে ডলফিনের মৃত্যুর কারণগুলো বের করা হোক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,কুয়াকাটা সৈকত,ইরাবতী ডলফিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close