শিশির

  ১৭ জানুয়ারি, ২০২০

পৃথ্বীশ চক্রবর্ত্তী

মাঠে আমি দূর্বাঘাস

তুমি তাতে একফোঁটা ভোরের শিশির

নীড়হারা পাখি হয়ে এসে

আমার আশ্রয়ে হয়েছিলে স্থির।

কিন্তু সূর্যোদয়ের সাথেই তো

মিলিয়ে গেলে, তুমি ঝরে গেলে

নিজ প্রয়োজনে এসেছিলে

চলে গেলে আবার আমাকে ফেলে।

ক্ষণিকের জন্যেই হয়তো

খুঁজেছিলে আরাম আশ্রয়

মনে যার ঘাসপ্রেম

সত্যি সত্যি তার কেন তবে এত ভয়!

সূর্যকে সন্ত্রস্ত হয়ে

নিত্য ঝরে যাওয়া যে তোমার স্বভাব

আগে তো জানিনে গো

তাহলে হতো না এখন তোমার অভাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close