ফকির ইলিয়াস

  ১৯ অক্টোবর, ২০১৮

দূতাবাসে দৈত্যছায়া

[সাংবাদিক জামাল খাসোগিকে মনে রেখে]

কথা ছিল পাখিরা উড়বে। তারা ওড়াউড়ি ভুলে যাচ্ছে!

দূর থেকে উড়ে আসছে খুনি। দল বেঁধে, নীরবে। চার্টার

প্লেনের ভেতরে তারা করে নিচ্ছে খুনের মহড়া, উল্লাস।

যে দূতাবাসে একদিন মানুষের শেষ আয়ুটুকু আশ্রিত

থাকতো; সেখানে আজ ওৎ পেতে থাকছে ঘাতক।

একটি মতকে হত্যা করবে বলে, একটি মনকে নির্মূল

করবে বলবে বিলিয়ে দেওয়া হচ্ছে লাখ লাখ পেট্রোডলার।

কালো গ্লাস ঘেরা গাড়িতে উঠছে কর্তিত মস্তক, হাত, পা-

যে আঙুল দিয়ে মানুষটি একদিন প্রতিবাদগুলো লিখত

পিষে ফেলা হয়েছে সেই আঙুল। না, রক্তের দাগ নেই

কোথাও! ভাড়া করা ফরেনসিক বিশেষজ্ঞ তার কাজ

শেষ করে উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়

দূতাবাস, হায় দূতাবাস! ভিসার বদলে তুমি আজ

বিতরণ করছ যে খুনের প্রজ্ঞাপন-

তুমি কি জান, এই প্রজ্ঞাপন হাতে নিয়েই তোমার

কাছে অনেক কিছুর জবাব চাইবে মানুষ,

জানতে চাইবে আর কতকাল এমন দৈত্যছায়ায়

লালিত হবে পবিত্র হাজরে আসওয়াদ, জাবালে নূর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close