নিজস্ব প্রতিবেদক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সরকার পচা চাল আমদানি করছে : রিজভী

সরকার পচা চাল আমদানি করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত পচা সরকার এর আগে পচা গম আমদানি করেছিল, এখন পচা চাল আমদানি করছে। এ গোমর ফাঁস হয়ে যাওয়ার পর সরকার থাইল্যান্ড থেকে আসা দুটি জাহাজের চাল খালাস করছে না, যা চট্টগ্রাম বন্দরে আটকে আছে। জাহাজ দুটিকে মাল নিয়ে ফিরে যেতে বলছে সরকার। কিন্তু তারা বেসরকারিভাবে এ চাল বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবসায়ী মহলের সঙ্গে যোগাযোগ করছে, যা আমরা ইতোমধ্যে জেনেছি।’

এ পচা চাল আমদানির সঙ্গে সরকারের রাঘববোয়ালরা জড়িত বলে দাবি করেছেন রিজভী। এ সময় তিনি বলেন, ‘খাদ্য বিভাগের অনেক কর্মকর্তা বলেছেন, এই চাল পচা।

গণমাধ্যমে দুই দিন ধরে খবর বের হচ্ছে, নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রি করা ওএমএসের আতপ চাল নিচ্ছেন না ক্রেতারা। তারা যাতে এ চাল নেন এ জন্য জোরজবরদস্তি করছেন ডিলাররা। সুতরাং এর পেছনে আরো কী কী রহস্য রয়েছে তা দ্রুত তদন্ত করে বের করা উচিত।’

আইনমন্ত্রী আনিসুল হকের গত বৃহস্পতিবারে দেওয়া এক বক্তব্যের জবাবে রিজভী আরো বলেন, ‘দেশে কার শাসন চলছে? আইনের শাসন, শেখ হাসিনার শাসন নাকি একদলীয় শাসন চলছে দেশে? আইনমন্ত্রী বলেছিলেন, ‘বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে নেই আমাদের। বিচার বিভাগের ক্ষমতা ক্ষুণœ করার চিন্তা সরকারের নেই। বরং ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আইনমন্ত্রীর এ বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন রিজভী।

আইনমন্ত্রীকে উদ্দেশ করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘হঠাৎ করেই আইনের শাসনের কথা কেন এলো? আসলে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করার বৃহৎ পরিকল্পনা ও ভয়ংকর ষঢ়যন্ত্র করছে আওয়ামী লীগ।’ রিজভী বলেন, ‘সংসদে প্রধান বিচারপতিকে নিয়ে যে কুৎসিত আলোচনা হয়েছে সেটি স্পিকার এক্সপাঞ্জ করবেন কিনা-এ নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়নে সরকারের বেপরোয়া শক্তি প্রয়োগ এখনো অব্যাহত রয়েছে। সরকারের চরম ব্যর্থতার কারণে বিদেশে কর্মক্ষম শ্রমিক পাঠানো বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহের ক্রমাবনতি, চামড়াশিল্পে ব্যাপক ধস, বিশেষ করে আর্থিক খাতে ভয়াবহ নৈরাজ্য ও লুটপাটের কারণে দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব কোনো পরিবেশ নেই। যে কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।’ বর্তমানের ভয়াবহ খাদ্য সংকটের পাশাপাশি সীমাহীন বেকারত্ব যদি অব্যাহত থাকে তাহলে কোনোভাবে দুর্ভিক্ষ ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist