চট্টগ্রাম ব্যুরো

  ২৮ এপ্রিল, ২০১৭

চুয়েটে র‌্যাগ ডের বর্ণাঢ্য শোভাযাত্রা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‌্যাগ ডে-২০১৭ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। উৎসবমুখর পরিবেশে বিপুল শিক্ষার্থী র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি চুয়েট অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের গোলচত্বরে গিয়ে শেষ হয়। এরপর কেক কেটে তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন ভাইস চ্যান্সেলর। এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রকৌশলীরা দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে নিয়োজিত রয়েছেন, যাদের নিরলস শ্রম ও নিবেদিত প্রয়াস দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা কার্যক্রম সফলভাবে সমাপ্ত করা প্রতিটি ছাত্রছাত্রীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের ছাত্রছাত্রীরা শিক্ষা কার্যক্রম সমাপ্ত করে এ র‌্যাগ ডে করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist