ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

আখাউড়ায় ৬০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

অনুপ্রবেশের ঘটনায় আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ৫৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা সীমান্ত এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। গত মঙ্গলবার দুপুরে বিজিবির পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাসাগর বিওপির টহল দল ২০২৪/৫ এস পিলারের ৫০০ গজ অভ্যন্তরে বাউতলা এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে আনা বস্তাভর্তি ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ১৪ হাজার পিস নাইমি সোলিড ট্যাবলেট ও ১ লাখ ৫৩ হাজার ৬০০ পিস সিনিকি জেড ট্যাবলেট উদ্ধার করা হয়।

আখাউড়া সীমান্তে বাংলাদেশি আটক : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে আখাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক সবুজ দাসকে (২২) আটক করেছে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের সদস্যরা। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে আখাউড়া আব্দুল্লাহপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ দাস জেলার নাসিরনগর উপজেলা কুন্ডা ইউনিয়নের ইন্দ্রজিত দাসের ছেলে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তির জানায়, আখাউড়া ফকিরমোড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ২০২২/১০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবদুল্লাহপুর নামক স্থান হতে বাংলাদেশি নাগরিক সবুজ দাসকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিক সবুজ জিজ্ঞাসাবাদে জানায়, প্রায় ৪ মাস পূর্বে রাজ মিস্ত্রির কাজের সন্ধানে ভারতের আগরতলায় যায়। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশি মানব পাচারকারী মো. নাঈম চৌধূরীর সহায়তায় আখাউড়া আবদুল্লাহপুর এলাকায় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি হাতে আটক হয়। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close