reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০২৪

পাঁচ মার্কিন জাহাজে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

মার্কিন ৫টি জাহাজে ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর মধ্যে ৩টি বাণিজ্যিক জাহাজ ও দুটি রণতরী।

আল-আলমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া আল-সারি মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন যে দেশটির সশস্ত্র যোদ্ধারা ৫টি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি আরো জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জিবুতি বন্দর ত্যাগ করার পর তিনটি মার্কিন বাণিজ্যিক জাহাজ এবং এডেন উপসাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে (রণতরী) লক্ষ্য করে এই হামলা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে যে, তাদের বাহিনী এডেন উপসাগরে ৩টি বাণিজ্যিক জাহাজের একটি দলকে রক্ষা করার সময় ইয়েমেন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলার শিকার হলেও সফলভাবে তা প্রতিহত করেছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মঙ্গলবার দুটি মার্কিন ডেস্ট্রয়ার ইয়েমেন থেকে ছোঁড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউএস সেন্ট্রাল কমান্ড,উপসাগর,ইয়াহিয়া আল-সারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close