নিজস্ব প্রতিবেদক
কমেছে পেঁয়াজের দাম, আলুতে চড়া
পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজ আসার ফলে ও ভারত থেকে আমদানি হওয়ায় সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজে। একই চিত্র আলুর ক্ষেত্রে হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাজারে নতুন ভারতীয় আলু এসেছে বেশ কিছুদিন আগেই। এখন দেশি নতুন আলুও চলে এসেছে। তবে বাজারে নতুন আলু আসার পরও কমেনি পুরোনো আলুর দাম। সমানতালে একই দামে বিক্রি হচ্ছে নতুন ও পুরোনো আলু। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর-১ কাঁচাবাজার সরেজমিন দেখা যায় আলু-পেঁয়াজের বর্তমান চিত্র।
গত শনিবার এক দিনেই দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে ১ হাজার ১৭১ টন পেঁয়াজ। ভারত থেকে এ পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। ফলে এর প্রভাব পড়েছে বাজারে। কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশে উৎপাদিত পেঁয়াজও বাজারে আসতে শুরু করেছে। এর ফলও বাজারে দৃশ্যমান। গতকাল বাজারে প্রতি কেজি ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়। এর মধ্যে ছোট ও বড় সাইজের পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। তবে দুয়েকটি দোকানে ভারতীয় পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। গত শুক্রবার প্রতি কেজি ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকা, দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকায়। এক্ষেত্রে দেখা যায়, তিন দিনের দাম কমেছে ১০ থেকে ২০ টাকা।
ভারতীয় নতুন আলু বাজারে এসেছে কিছু দিন আগেই। এখন দেশি নতুন আলুও চলে এসেছে। এরপরও পুরোনো আলুর দাম এখনো কমেনি। নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। পুরোনো লাল আলু ৮০ টাকা, সাদা আলু ৮০ ও বগুড়ার আলু ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এক্ষেত্রে শুক্রবারের তুলনায় নতুন আলুর দাম কেজিতে কমেছে ২০ টাকা।
"