সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ১৫ কারখানায় ছুটি
* দাবি মাসে ২৫ হাজার টাকা মজুরি, বছরে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট * শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি
সাভারের আশুলিয়ায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবিতে শ্রমিকদের কর্মবিরতি পালন করার কারণে গতকাল মঙ্গলবার এই শিল্পাঞ্চলের অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া এ সময় প্রাপ্য ছুটি ও অন্য সুবিধার দাবিতে কারখানার কর্মকর্তাদের ওপর চড়াও হন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিকপক্ষ ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে।
এ সময় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পেরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ জানায়, কয়েকদিন ধরে কারখানাগুলোর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতন দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা কর্তৃপক্ষের ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যান এবং স্টাফদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি কারখানার উৎপাদন বন্ধ রাখায় মালিকপক্ষ ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, ‘শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের জায়গায় ৯ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর পরও কেন শ্রমিকরা আন্দোলন করছেন এটি আসলে আমরাও বুঝতে পারছি না। একেবারে তো সব কিছু চাইলেই পাওয়া যায় না।’ মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে, সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানান তিনি।
আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বার্ষিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ, ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
"