নিজস্ব প্রতিবেদক

  ২১ মার্চ, ২০২৪

হেঁটে বিশ্বভ্রমণে শান্ত

হেঁটে বিশ্বভ্রমণে বের হচ্ছেন সাইফুল ইসলাম শান্ত। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে তিনি বিশ্বভ্রমণ শুরু করবেন। যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতা, এরপর ঝাড়খণ্ড, পাটনা, লখনৌ, উত্তরপ্রদেশ হয়ে ভারতের রাজধানী দিল্লিতে যাবেন। এরপর উজবেকিস্তান দিয়ে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণ করবেন। তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে বিশ্বভ্রমণের সমাপ্তি টানবেন। পুরো ভ্রমণের জন্য তিনি ১০-১২ বছরের একটি পরিকল্পনা করেছেন।

গতকাল বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে (ইআরএফ) সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম শান্ত জানান, বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন। তার বিশ্বভ্রমণের স্লোগান হচ্ছে Save Trees, Minimize Global Warming।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close