মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২৪

মিরসরাইয়ের বারইয়ারহাট

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক পৌর মেয়রের হুঁশিয়ারি

পবিত্র রমজানে চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়িদের সঙ্গে ধারাবাহিক সভা করছেন মেয়র রেজাউল করিম খোকন। জেলার মিরসরাই উপজেলায় অবস্থিত এই পৌর এলাকার ব্যবসায়ীদের সঙ্গে এক সপ্তাহ ধরে বৈঠক করছেন মেয়র। এতে রমজানে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বাড়ানো বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি

মেয়র খোকন বলেছেন, ‘রমজানে দেশের কোথায় কী হলো, আমার দেখার কিছু নেই। বারইয়ারহাট পৌর বাজারে মূল্য কারসাজি চলবে না, কেউ করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’

বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা বলেন, ‘রমজান এলেই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে ব্যবসায়ীরা নানা কারসাজি করেন। এটা নিয়ন্ত্রণে পৌর মেয়র দৃঢ় প্রতিজ্ঞ। মূল্য কারসাজি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পৌর বাজার ব্যবাসয়ী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। দোকানে দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটির ব্যত্যয় হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।’ মিরসরাই উপজেলার সব চেয়ে বড় বাণিজ্যিক এলাকা বারইয়ারহাট পৌর বাজারে কয়েক হাজার দোকান পাট রয়েছে। যার মধ্যে চার শতাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান আছে। এছাড়া ফুটপাতেও রয়েছে কয়েকশ ভ্রাম্যমান দোকান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close