চট্টগ্রাম ব্যুরো

  ২৬ ফেব্রুয়ারি, ২০২১

স্থানীয় সরকারমন্ত্রী ২ দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন

দুই দিনের সফরে চট্টগ্রামে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ শুক্রবার সকাল ১০টায় তিনি বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য এবং জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় হোটেল র‌্যাডিসন ব্লুতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের আয়োজনে নতুন কমিটির চেইন হস্তান্তর অনুষ্ঠান-২০২১-এ প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করবেন। মন্ত্রী শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ওয়াসা বাস্তবায়নাধীন রাঙ্গুনিয়া শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প ইউনিট-২ পরিদর্শন করবেন। এদিন দুপুর সাড়ে ১২টায় র‌্যাডিসন ব্লুতে চট্টগ্রাম ওয়াসা বাস্তবায়নাধীন চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের (সিডব্লিউএসআইএসপি) আওতায় নবনির্মিত ‘পতেঙ্গা বুস্টিং পাম্প স্টেশন’ উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close