হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ জুন, ২০১৯

বাজেট ঘোষণা

বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে বিল অব এন্ট্রি সাবমিট

জাতীয় সংসদে আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমসে আমদানি ও রফতানিকৃত সব ধরনের পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট বন্ধ থাকবে বলে জানিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নোটিশ কাস্টমসের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক প্রতিদিনের সংবাদকে জানান, আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হবে। বাজেটে অনেক পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি বা কমানো হতে পারে। আর বাজেট ঘোষণাকালীন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে কাস্টমসের সার্ভার বন্ধ থাকবে।

হিলি কাস্টমসের সব কার্যক্রম স্বয়ংক্রিয় পদ্ধতিতে হওয়ায় সার্ভার বন্ধ থাকার কারণে আমদানিকৃত পণ্যের আমদানি ম্যানিফিস্ট ও বিল অব এন্ট্রি সাবমিটসহ পণ্যের পরীক্ষণ ও শুল্কায়নসহ কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যবসায়ীরা যাতে পণ্য আমদানি করে ক্ষতির মুখে না পড়ে সে কারণে তাদের অগ্রিম জানানোর জন্য গতকাল মঙ্গলবার এক নোটিশের মাধ্যমে বিষয়টি বন্দরের সব আমদানি, রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টগণকে জানানো হয়েছে। তবে কাস্টমসে ইমপোর্ট ম্যানিফিস্ট ও বিল অব এন্ট্রি সাবমিট কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে আগের আউটপাসকৃত মালামাল বন্দর থেকে ছাড় নিতে পারবেন আমদানিকারকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close