নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০১৯

নবাবগঞ্জে বনভূমির জমি উদ্ধারের সময় দুজন গুলিবিদ্ধ

দিনাজপুরের নবাবগঞ্জে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশ ও বন বিভাগের লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়ায় ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তারা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মো. কফিল উদ্দিন, মো. মোজাফফর, রাশেদুল ইসলাম, মো. আনিছুর রহমানের চারটি বাড়ি ভেঙে দেওয়া হয়। এ সময় গ্রামবাসী বাধা দিলে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়ে। এতে গ্রামের আনিছুর রহমানের দুই জমজ ছেলে হাসেন ও হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের এম আবদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে বলে এলাকাবাসী দাবি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, বনভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গ্রামবাসীর বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়ে। এতে পুলিশ ও বন বিভাগের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। এদিকে ভুক্তভোগীদের দাবি, তারা সরকারের কাছ থেকে বৈধভাবে ৯৯ বছরের জন্য লিজ নিলেও কোনো নোটিস ছাড়াই তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, এ ঘটনায় গ্রামবাসীর ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের নামে ভাদুরিয়া বিট কর্মকর্তা নবীন কুমার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close