গাজীপুর প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০১৯

টঙ্গীতে ছাত্রলীগ কর্মী প্রিন্স হত্যার প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারের বিরোধে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী প্রিন্স মাহমুদ নাহিদ হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, আগের রাতে ঢাকা ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন টঙ্গী পূর্ব থানার বৌবাজার এলাকার আবদুল মোতালেব খলিফার ছেলে মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিন রাফি, তার সহযোগী নরসিংদীর শিবপুর থানার হরিনারায়ণপুর এলাকার সাদী মিয়ার ছেলে সাদ্দাম হোসেন ও একই জেলার হাজীপুর এলাকার মো. বেদন মিয়ার ছেলে মো. আহাদুল ইসলাম রনি। টঙ্গীর দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে প্রিন্স টঙ্গী থানা ছাত্রলীগের কর্মী ছিলেন। সংবাদ সম্মেলনে কামাল বলেন, ১ মার্চ বিকালে টঙ্গী পূর্ব থানার টঙ্গী ভরান মুন্সীপাড়া রোডে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু ছেলেদের মারধর করতে দেখেন প্রিন্স। ওই ঘটনায় প্রিন্সের পরিচিত রিফাত নামের এক ছেলেকে রাফির দলের লোকজন মারধর করেন। নাহিদ সেদিন সন্ধ্যায় রিফাতকে তার বাড়িতে দেখতে যান। সেখান থেকে ফেরার পথে রাফির নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল নাহিদের গতিরোধ করে তাকে মারধর করে। এক পর্যায়ে রাফির নির্দেশে সাদ্দাম একটি চাকু দিয়ে নাহিদের বুকের ডান পাশে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনার নাহিদের বাবা রাফিকে প্রধান আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। গোপনে খবর পেয়ে রাফি ও সাদ্দামকে ঢাকার নিকুঞ্জ এলাকা এবং রনিকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close