চট্টগ্রাম ব্যুরো

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রামে নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক

চট্টগ্রামে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এমপ্লয়িদের সংগঠন নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক নগরীর রীমা কনভেনশন সেন্টারে গত মঙ্গলবার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন। উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক ও এডিসি জেনারেল হাবিবুর রহমান। সিটি মেয়র আ জ ম নাসির তার বক্তব্যে বলেন, আজকের দিনে মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়ার কাছে সবাই চান বস্তুনিষ্ঠ সংবাদ। এতে আরো বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দীন শ্যামল, দৈনিক ইনকিলাব ব্যুরো চিফ শফিউল আলম, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক খোরশেদ আলম, সমকাল ব্যুরো চিফ সরোয়ার সুমন, আমাদের সময় ব্যুরো চিফ হামিদ উল্লাহ, দেশ টিভির বিভাগীয় প্রধান সৈয়দ আলমগীর সবুজ, আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ, ইনকিলাবের রিপোর্টার, তাপস বড়–য়া রুমু ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম। বাংলাদেশে সংবাদপত্রে ভবিষ্যৎ সম্পর্কে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, আমরা চা, কোক ও সেভেনআপ বেশি পয়সা দিয়ে খেতে পারি, একটা সংবাদপত্র কেনার প্রতি আমাদের আগ্রহ নেই। এই মনোভাব পালটাতে হবে। নিউজ পেপার এমপ্লয়িজের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপদেষ্টা আবদুস শুক্কর, সাবেক সভাপতি জসীম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মুরাদ, আলমগীর হায়দার, নজরুল ইসলাম, তাপস নন্দী, সাফাউল হক রিয়াজ, রাজীব নন্দী, মনজুর মোর্শেদ, আকতার কামাল, মোতাহের হোসেন, ইসলাম মিয়া, সুবীর পালিত, আরিফ সাইফুল্লাহ ও গোলাম মোস্তাফা। এর আগে এম এ মালেক ফিতা কেটে অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে নবনির্বাচিত ও সাবেক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শেষে ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আবৃতিশিল্পী আয়েশা হক মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাচ-গানের মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close