নিজস্ব প্রতিবেদক

  ০৭ নভেম্বর, ২০১৮

চাকরির প্রলোভনে তরুণীর আপত্তিকর ভিডিও, যুবক আটক

চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অফিসে ডেকে নিয়ে জোরপূর্বক ভিডিও ও ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোহেল কাজী ওরফে দোয়েল কাজী নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সদস্যরা। এ সময় আটক সোহেলের কাছ থেকে ফোন, ফেসবুক আইডি ও গ্রুপসমূহসহ ল্যাপটপ জব্দ করা হয়।

ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে এক অফিসে নিয়ে যায় সোহেল। এরপর জোর করে সে মোবাইলে ওই তরুণীর নোংরা ছবি ও ভিডিও ধারণ করে। এসব ছবি ও ভিডিও দিয়ে ওই তরুণীকে ব্লাকমেইল করতে থাকে সোহেল। পরবর্তীতে তরুণীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। আটক সোহেল কাজীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নাজমুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close