বিশেষ প্রতিনিধি, রাজশাহী

  ১১ অক্টোবর, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

রাজশাহীতে আওয়ামী লীগ বিএনপির বিক্ষোভ

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে রাজশাহী নগরীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এ রায়ে আওয়ামী লীগ সন্তোষ প্রকাশ করলেও তারেক রহমানের ফাঁসির আদেশ না হওয়ায় পুনরায় আপিলের মাধ্যমে তারেকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। আর এ রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে রাজশাহী মহানগর বিএনপি। একই দাবিতে রাজশাহী নগরীতে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে এই দুই দল।

গতকাল বুধবার রায় ঘোষণার পর পথসভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। তবে তারেক রহমানের ফাঁসি আশা করেছিলাম। তাহলে শহীদদের আত্মা শান্তি পেত। অন্যদিকে এ রায় প্রত্যাখ্যান করে নগরীর মালোপাড়ার বিএনপি কার্যালয়ের সামনে ও অলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন সেখানেই তাৎক্ষণিক সমাবেশ করেন। নগরীর মালোপাড়ার বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সভাপতি সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়া নগরীর অলোকার মোড়ে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা প- হয়ে যায়। এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই রাজশাহী নগরীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close