নিজস্ব প্রতিবেদক

  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

বললেন মেয়র সাঈদ খোকন

কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা স্তব্ধ করতে পারবে না

এ দেশের মানুষ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এখানে ধর্ম-বর্ণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না। আর কোনো বিভেদ, রাজনৈতিক শক্তি, ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী শক্তিই বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল রোববার পলাশীর মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত জনসভায় উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সনাতন আয়োজক কমিটির নেতারা বক্তব্য দেন। সাঈদ খোকন বলেন, আমরা সবাই একসঙ্গে যার যার ধর্ম পালন করবÑ এটাই বঙ্গবন্ধুর শিক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা তার এ বক্তব্যকে ধারণ ও লালন করে এগিয়ে যাব। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। যারা সাম্প্রদায়িক, সামাজিক, রাজনৈতিক সম্প্রতিকে বিনষ্ট করার প্রচেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যারা অবিশ্বাস্য, দূরন্ত গতিতে চলমান, ধাবমান উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close