প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৯ জুলাই, ২০১৮

চার জেলায় সড়কে শিশুসহ নিহত ৪

যশোরের শার্শা উপজেলায় মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় মা নিহত হয়েছেন। এছাড়া বরগুনার আমতলীতে, টাঙ্গাইলের সখীপুরে, মানিকগঞ্জের সিঙ্গাইরে সড়ক দুঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

বেনাপোল : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় সম্পা খাতুন (২৫) নামে এক মা নিহত হয়েছেন। এ সময় তার ছোট মেয়ে সেতু (৩) মারাত্মক আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে বাগআঁচড়া খ্রিস্টান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলী-তালতলী সড়কের নলবুনিয়া নামক স্থানে অটোগাড়ির চাপায় প্রথম শ্রেণির ছাত্রী কারিমা (৭) নিহত হয়েছে। পুলিশ ঘাতক অটোগাড়ি চালক দুলালকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার পশ্চিম শারিকখালী গ্রামের আমির ফকিরের শিশুকন্যা বুধবার সকালে নানাবাড়ি থেকে ফিরছিল। পথিমধ্যে নলবুনিয়া নামক স্থানে এলে একটি অটোগাড়ি শিশুটিকে চাপা দেয়। তাৎক্ষণিক শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মীর রুবেল আহমেদ (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হুদার ওরফে তারা মেকারের ছেলে। গত বুধবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিঙ্গাইর (মানিকগঞ্জ) : সিঙ্গাইরে ট্রাকের চাপায় মো. হাসমত আলী (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার প্রশিকা অফিসের সামনে এ ঘটনা ঘটে।। নিহত মো. হাসমত আলী উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার হাছেন আলীর ছেলে। সে বাইমাইল বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist