আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

কাউকে ডেকে এনে নির্বাচন করাব না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৮ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান পরিবর্তন করা হবে না। কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাব না। গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে রানীখার উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা মওদুদ আহমদের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘মওদুদ সাহেব, আপনি বলেছেন, বেগম জিয়া একদিন জেলে থাকলে ১০ লাখ ভোট বাড়ে। আপনি বিদেশির বাড়ি জালিয়াতি করে দখল করেছিলেন। পরে সরকার তা নিয়ে নিয়েছে। আপনার জালিয়াতি কথাবার্তা বাংলার মানুষ বিশ্বাস করে না। প্রত্যেক দিন আপনি একটা করে কথা বলেন, আর আপনাদের ১০ লাখ ভোট কমে।’

তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা করবে স্বাধীন নির্বাচন কমিশন। কারো কোনো অন্য দাবি মানা হবে না। সংবিধান পরিবর্তন করা হবে না। আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করে দেওয়া। সবাই যেন এই নির্বাচনে আসতে পারে। কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাব না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist