reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২২

সৈয়দ আনোয়ার রেজা

জনতা

তুমি জনতা-প্রজাপুঁজ তুমি নিঃস্বার্থ ক্ষমতা

তুমি তো সেই দর্শক যারা ইতিহাসের সাক্ষী

তুমি শ্রমজীবী, উদ্ভাবক, প্রস্তুতকারক বস্ত্র

কখনো কখনো গর্জন করে, উঠিয়েছো অস্ত্র।

তুমি শুকনো রক্তে লাশের স্তূপের সিঁড়ি

তুমি ক্ষুধার্ত, দুর্ভিক্ষ তুমি দাঁড়ানো একটি প্রিরি

তুমি ইতিহাসে লাল ফোঁটা ছিটানো হাজারো প্রাণ

বিনিময়ে তুমি মানচিত্র, সবুজ সোনালি ঘ্রাণ।

তুমি বিদ্রূপের কণ্ঠস্বরে স্বাধীনতা নামক তালা

তুমি মা-বোনের ইজ্জতে, ফাগুন ফুলের মালা

তুমি জনতা তুমি জনগণ দূর-দূরান্তের হাসি

ধন্য তোমার তরে মা তোমাকেই ভালোবাসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close